বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:১১ পূর্বাহ্ন

এবার বর্ষ বরণ-ফিরোজ কাওসার মামুন

এবার বর্ষ বরণ-ফিরোজ কাওসার মামুন

এবার বর্ষ বরণ
ফিরোজ কাওসার মামুন

এমন দিনে আসিলে বন্ধু
কেমনে করি বরণ
স্মরণ কালের মরন খেলায়
হচ্ছে মানব হরন
হতাশ জীবন বন্দী শালায়
বাহিরে ভাসছে করোনা
পান্তা-ইলিশ বাজার গরম
কোরছে না কেউ করুণা।
এমন দিনে তোমার দেখা
মনে বাড়ায় কষ্ট
নিজের সাথে নিজেরি বাস
নিজেরে করি ত্ষ্টু।
ইচ্ছে ছিলো তোমার সাথে
আড্ডা দিতেম চুটিয়ে
তোমার হাওয়ায় পাগলপারা
মনটা দিতেম বিকিয়ে
বটতলা আর আমতলীতে
জমে উঠতো মেলা
বন্ধু স্বজন সবাই মিলে
হৈ হুল্লোড় খেলা।
সবটা যেন বিফলে আজ
সারাক্ষণ ভয় আতঙ্ক
বিশ্ব জুড়ে মহামারি
থাকতে হবে সতর্ক।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge