এক বিয়োগান্ত সন্ধ্যায়
মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্
ডাস্টবিনের খাবার খুঁজতে থাকা
কুকুরটাও আজ তাকিয়ে আছে,
শতবর্ষী বটগাছে ঝুলে থাকা
ছেলেটার নিথর দেহের দিকে।
কাক গুলো দিক বেদিক ছুঁটছে
সংবাদটা পৌঁছাতে হবে সবার আগে।
বাড়ির উঠানে কাকের করুণ ডাকে
বুঝলেও বুঝতে পারবে তার আপনজন।
বিয়োগী সন্ধ্যায় শূন্য পড়ে আছে
কেবলই ঐ ব্রেঞ্চ,বসবার কেউ নেই।
একে একে কুকুর,কাক এমনকি সূর্যটাও
হারিয়ে যাবে বিয়োগান্ত সন্ধ্যাবেলায়।
শুধু জেগে থাকবে একদল ঝিঁঝিঁ পোকা
আর যুবকের ঝুলে থাকা নিথর লাশ।
করুণ সুরে কেটে যাবে এই রাত
তারপর আগের মতোই হবে সবকিছু।