একদিন
পঙ্কজ কুমার
যেমন ছিল ধরণী রঙিন,
তেমন হবে আবার একদিন।
এই মলিনতা,এই নীরবতা!
ঘুচে যাবে ঠিক একদিন।
আবার আসবে ফিরে বসন্ত।
শাখে শাখে পাখির কলরবে;
শোভিত হবে অরণ্য কুসুমে।
প্রকৃতি হয়ে যাবে শান্ত।
সকল শূন্যতা দূরে দিয়ে-
পূর্ণ প্রকৃতি বিজয়া বেশে।
অর্ঘ্য যত সাজিয়ে রেখেছি,
তোমার চরণে দিব সকলি।
প্রভু,তুমি তো অন্তর্যামী।
মোদের যত অপরাধ, যত ত্রুটি ;
দূর কর পার্থিব যত অশান্তি।
তোমার চরণে এ বর মাগি।
তোমার কৃপা বরিষণ বিনে-
কেমনে হতে পারি জয়ী?
উদয় হোক নব রবি।
শান্তি -অভিষেক হোক আজি।