একটু সময় জুড়ে থাকি
রোজী নাথ
এই সময় আমার কল্পনায় ছিল ছোট এক পরিপাটি সংসার।
কারো অপেক্ষায় দোরগোড়ায় লুটোপুটি খাবে বাসন্তী সন্ধ্যা।
বেলা শেষে সন্ধ্যা প্রদীপ হাতে তুলসী তলায় ঘর ফিরতি পাখিদের অবুঝ কথার সবুজ গল্পে হার মানা হার নিয়ে দাঁড়িয়ে থাকবো
রাতারাতি সবকিছু বদলে যাওয়া সন্ধ্যা বেলায় আমি যতই বেমানান সেকেলে হই না কেন , মন’টা তো সেই তুমি ময় সবুজ পাতা।
একটু সময় শুধু তোমার নদীতে জল হয়ে থৈ থৈ করবো বলে সারা’টা দিন চাতক হয়ে বসে থাকতাম।
পুরোটা স্বপ্নই যেন আজ ঘোলাটে ঘষা কাঁচের জানালা হয়ে গেছে।
জাগতিক সকল বৈভবেই কি জীবনের ষোলকলা সুখ?
এ প্রশ্নটাই বারবার আমাকে বিদ্ধ করে বুকের ভিতর ঈশান মেঘের আকাশ এঁকে দেয় ।
জানি ভালোবাসা বহুমূল্য উপহার।
আমারও তো বুকের ভিতর বুক’টা জুড়ে ইচ্ছে জাগে একটুখানি জুড়ে থাকি তোমার আকাশ।