বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ন

এই শহরে-আকাশ আহমেদ

এই শহরে-আকাশ আহমেদ

এই শহরে
আকাশ আহমেদ

এই শহরে
কাক আছে, কোকিল নেই।
গায়ক আছে, গান নেই!
প্রেম আছে, প্রেমিকা নেই।
ভালোবাসা আছে, ভালোবাসার কেউ নেই!
এই শহরে
দিন আছে, রাত নেই।
ব্যস্ততা আছে, বিশ্রাম নেই!
নেতা আছে, নেতৃত্ব নেই।
জনতা আছে, জাগ্রত নেই!
এই শহরে
পথিক আছে, পথ নেই।
ভবঘুরে আছে, ভগবান নেই!
আকাশ আছে, আলো নেই।
চাঁদ আছে, জোৎস্না নেই!
এই শহর ঘিরে;
দেয়াল, তাই বাতাস নেই!
এই শহরে
আমি আছি, আমার মনটা নেই!

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge