শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

উপাধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমানের ইন্তেকাল

উপাধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমানের ইন্তেকাল

পাতাপ্রকাশ প্রতিবেদক||

ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান সাদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সোমবার দিবাগত রাত ১.৩০ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার বেলা ৩ টায় রংপুর নগরীর মহব্বতখা, উমরকুটি গ্রামে নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের নামাজে জানাজা ও দাফন কার্যে রংপুরসহ উত্তরাঞ্চলের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপাধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমানের ইন্তেকালে ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ দ্বীনি প্রতিষ্ঠান ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসাসহ এ অঞ্চলের মাদ্রাসাগুলোয় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge