উচিত শিক্ষা চাই
আতাউর রহমান
ভন্ড কিছু ব্যবসায়ী আছে
বাঙালী তাদের নাম
রমজান মাসে দ্রব্যের মুল্য
বাড়ানোই তাদের কাম।
সরামাস অপেক্ষায় থাকে
রমজান কখন আসে
নিত্যপণ্যের দাম বাড়ায়ে
পেঁচার মত হাসে।
এরা রোজা রাখে নামাজও পড়ে
মুখেতে আছে দাড়ি
উপরে দেখতে মানুষের মতই
ভিতরে শয়তানের হাঁড়ি।
ইচ্ছা মতো দাম বাড়ায়ে
অন্তরে হিংসা পুষে
ভন্ড এমন ব্যবসায়ী আর
নাই তো কোন দেশে।
সময় থাকতে উচিত শিক্ষা
শূন্যে যদি থাকে
ভুঁকায় কাঁদবে গরীব দুঃখী
ক্যামনে রোজা রাখে?