ইউ কে
অমলকান্তি চন্দ
করোনা বাড়ি যাও, খেটে খাই দিনভর,
পায়ে পায়ে হেঁটে তুমি কেন ঘুর তিন ঘর ?
ভয়ে সব জড়োসড়ো তিন হাত দূরে তাই ,
কাছে ডেকে কোলে নাও এত প্রেম কেন ভাই?
হাচি তুমি ভালোবাস, কাসিতেই বাজিমাত,
শ্বাস ধরে টান দিলে আমি বাপু কোপোকাৎ ।
আমরাও কম কিসে শুনছি কি কথা কার ?
আড্ডাতে জড়ো হই হাসিতে গলা ভার।
সাবানে হাত ধোওয়া তাতে কিছু হয় নাকি,
এই করে রোজ রোজ নিজকেই দেই ফাঁকি।
ঘরে থাকো বলে সবে বন্দীতো চায় কে?
করোনায় ধুঁকছে যে বিশ্বটা ইউ কে।