বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ পূর্বাহ্ন

আহসান লাবিব এর কবিতা মুক্ত তুমি শঙখচিল

আহসান লাবিব এর কবিতা মুক্ত তুমি শঙখচিল

আহসান লাবিব এর কবিতা মুক্ত তুমি শঙখচিল

তুমি শঙ্খচিল হয়ে উড়ে যেও,
অসীম নীলে নীলাদ্রি হইয়ো!
সাদা মেঘেদের কাছে আবদার করে,
বৃষ্টি চেয়ে বেখেয়ালিভাবে ভিজতে থাকো।

দিন শেষে ঠিক আমার কাছেই ফিরো,
তুমি আজ মুক্ত, উড়ে বেরাও যতটা তুমি পারো।

বেসামাল এ মস্তিষ্ক সামাল দিতে পারিনি,
ভয় হয় যদি আর না ফেরো তুমি!
তবে, এমন কখনও হয়নি;
ক্ষণিকের বিচ্ছেদের পরও কখনো ফেরোনি।

তুমি রাগ করো, অভিমান করো,
শুধু এই স্মৃতিভরা অতীতে ফেলে রেখে যেওনা আমায়।
আমি তোমাতেই বিলিয়ে দেব যতটুকু পারা যায়।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge