আহত হৃদপিণ্ড
মিকদাদ মুগ্ধ
হৃদপিণ্ডের ব্যাসার্ধ জানি না আমি,ধরে নাও-
তোমার হাতের তালুতে আঁটবে।
আর এই ছোট হৃদপিণ্ডে হামলা চালাও
অসীম রাউন্ড কষ্ট দিয়ে!
আবার,
কষ্ট’গুলোর আয়তন অশেষ-ঘনমিটার স্কয়ার,
তালু সমান হৃদপিণ্ডের অবস্থা এবার তুমিই বলো?
এভাবে কষ্ট যুদ্ধে আমাকে নিঃশেষ করে লাভ কি?
তোমাকে কষ্ট দিতে পারি,বলো?
কষ্টের বদলে রেখেছি মলিন ভালোবাসা,নিয়ে যাও।
কি? কষ্ট দেবে আরও? কষ্ট দিলে শান্তি পাও?
আচ্ছা দিও,
তবুও হৃদয় পূর্ণ ভালোবাসা নিয়ে যাও…।