সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ অপরাহ্ন

আস্থা-মো. আব্দুর রহিম

আস্থা-মো. আব্দুর রহিম

আস্থা
মো. আব্দুর রহিম

তোমার নির্লিপ্ততায় ছেদ পড়ুক,
ভেঙে পড়ুক অচলায়তনতা।
নির্জীবতা কেটে সচলতায়
আসুক আগেকার দিনের মতো।
পিন পতন নিরবতার আক্ষেপ
বাড়িয়ে শান্তি তো নয়ই
স্বস্তির নি:শ্বাস পরাভূত।
উর্মি দোলা সমুদ্রের উচ্ছাসে
কষ্টের অনুভুতির চেয়ে
আনন্দ ঘন স্মৃতি বিজড়িত।
শ্রাবনের বিষ্টি অযাচিত হোক
তবুও তার আগমণ প্রতিবাদে
রাজপথ সরগরম হয় না কখনও।
দূরত্বের অবসান প্রত্যাশী হবার
চেতনাবোধে সজীবতার আশ্রয়
মাঝে মাঝেই নেয়া হয় এখনও।
তদাচিৎ মুখোমুখির ডরহীন
হতে মানসিক দূরত্ব নিষ্প্রয়োজন,
কোনো সম্পর্কের স্হায়ীত্বের পূর্বভাসের
সংজ্ঞার নামই তো আস্থা।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge