মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন

আসাদ বিপুল এর ৩টি কবিতা

আসাদ বিপুল এর ৩টি কবিতা

আসাদ বিপুল এর ৩টি কবিতা

প্রভূর রহমত

এ দয়াময় রহমানের রাহিম
দয়া করো তুমি সকল বান্দায়
করোনার ভয়াবহ মৃত্যু থেকে
নাজাত দাও প্রভূ আমায় ।

আমরা পাপি আমরা তাপি
আমরা যে আজ অসহায়
তোমার রহমত না পাইলে
জীবন বাঁচানো বড় দায়।

হেলে খেলে কাটাইছি বেলা
স্মরণ করি নাই একটি বারই
তুমি মালিক তুমি যে দাতা
সমস্ত দুনিয়াটা শুধু তোমারই।

বিপদ আসলে মুসলিম সাজি
লম্বা জুব্বা আর পাঁগড়ি মাথায়
আল্লাহর জিকির করি সদায়
লোক দেখানো কথায় বার্তায়।

মুসলিম তুমি যদি হও সত্যিকার
কখনো আসবে না বিপদ তোমার
আল্লাহর রহমত ছায়া হয়ে রইবে
আপদে বিপদে দ্বীন ও দুনিয়ার ।

কষ্টের ফল

আজ ক্যানবা মুখ আন্দার
কিবা হইচে তোমার,
রসের কথা ক্যামনে কমো
পোঁড়া কপাল হামার।

শাড়ি ব্লাউজ চাইছেন তোমরা
হামার মাথাত আছে,
আলু বেচায়া দিমো কিনি
আনন্দে মন নাচে।

মাসোত মাসোত হাজার বায়না
হাতোত থাকে না টাকা,
ছাওয়া পোয়ার পড়ার খরচোত
পকেট হয় ফাঁকা ।

কষ্ট করলে কেষ্ট মিলে
গুনীজনরা কইছে,
ক্যানে বুজিস না ময়নার মাও
ব্যাটা তো মানুষ হইতছে।

মায়ের চোখে জল

বিজয়ের দিনে আজ কেন মাগো
তোমার চোখে জল,
আর কত দিন কাঁদবে তুমি
চেয়ে থাকবে অবিচল ।
ধন্য তুমি শ্রেষ্ঠ জননী মাগো
তোমার ছেলে মুক্তিসেনা,
বাঙালিদের রয়েছে তোমার কাছে
হাজার কোটি দেনা ।
লক্ষ তারার মাঝে মাগো আজও
তোমার ছেলে জ্বলে,
স্বাধীন দেশে স্বাধীনভাবে তাই
বাঙালিরা কথা বলে ।
যুদ্ধে গেছে সেদিন যাহারা
তাহারাই খাঁটি সোনা,
তাদের ত্যাগে আমরা সবাই
বাঙালি পরিচয়ে চেনা ।
মাগো তুমি আর কাঁদো না
আমরাই তোমার ছেলে,
তোমার আছে যতো দুঃখ কষ্ট
সব দিবো আজ ভুলে ।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge