বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৪৭ পূর্বাহ্ন

আসাদ বিপুল এর কবিতা মনের বাসনা

আসাদ বিপুল এর কবিতা মনের বাসনা

আসাদ বিপুল এর কবিতা মনের বাসনা

মানুষ নামে জন্ম আমার
সৃষ্টির সেরা জীব,
জীবন নামের দেহ গাড়িটা
চলে দিক বেদিক ।
ফুলে ফলে শস্য শ্যামলে ভরা
এই ধরনী খানি,
তুমিই বাঁচাও তুমিই মরাও প্রভু
তোমার লীলা জানি ।
নদী নালা সাগর পাহাড় পর্বত
সৃষ্টির অপরুপ খেলা,
হরেক রকম পশরায় সাজিয়েছো
নিয়ামতের এক মেলা।
খরা দিয়েছো সাইক্লোন দিয়েছো
আরও দিয়েছো বন্যা,
ছয় ঋতুর বিচিত্র সৌন্দর্য সৃষ্টিতে
সৃষ্টিকর্তা তুমি একজনা ।
সত্য ন্যায়ের পথে চলো মুমিন
কুরআনের বিধান দিয়ে,
জীবে দয়া করবো আমারা সবাই
আল্লাহর নাম নিয়ে ।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge