মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫০ অপরাহ্ন

আসহাদুজ্জামান মিলন এর ৩টি কবিতা

আসহাদুজ্জামান মিলন এর ৩টি কবিতা

আসহাদুজ্জামান মিলন এর ৩টি কবিতা

১. ভোরের বৃষ্টি
ভোরের বৃষ্টিগুলোকে আকাশের কান্না অনুভুত হয় না
বরং আনন্দের দামামা বাজে তালে তালে
ঈমানী পরিক্ষায় অংশগ্রহনের বালাই নেই রোজাদারের
দিনের সজিবতা এসে ভীর করে স্পষ্ট আলিঙ্গনে।

২. সূর্যের হাসি
দেবদারু গাছের ফাঁকে
লুকোচুরি খেলছে চাঁদ
আসবে সকাল হাসবে সূর্য
এ যেন পৃথিবীর ফাঁদ!

৩. অবশেষে বৃষ্টি
তীব্র গরমের পর এলোরে
অতি কাঙ্ক্ষিত বৃষ্টি
বৈদ্যুতিক পাখার বাতাসগুলো
লাগছে দারুন মিষ্টি
বৃষ্টির ফোটায় তৃপ্তি ঝরে
কমলো রোজাদারের কষ্ট
মেঘ গুড় গুড় বৃষ্টির ধারা
আল্লাহর রহমত স্পষ্ট।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge