আল-আমীন আপেল এর কবিতা পৃথিবী, একটা সরল প্রশ্ন তোমার কাছে
পৃথিবী..বাড়িয়ে দেয়া চায়ের কাপে,
ভ্রমণযন্ত্রে ছুঁয়ে থাকা কল্পস্মৃতি- পুড়িয়ে সুখ দিতে পারে
অজস্র শতাব্দী। অথচ কি দারুণ নিয়ম বলো!
অতদিন মানুষকে তুমি রাখো না তোমার বুকে!
রাখো শুধু স্মৃতির মাকড়সাজাল।
মানুষই ক’দিন যেতে না যেতেই- পোড়ে সে জাল!
আচ্ছা, পৃথিবী.. একটা সরল প্রশ্ন তোমার কাছে:
মানুষের সাথে এমন কেনো করো…! কোন অপরাধে?