আর কি আছে এমন কেহ্?
শরিফুল আলম অপু
কত কষ্ট দিলাম আমি
পেটের ভিতর বসে
মারলাম কত লাথি ঘুষি
ইচ্ছে মত কষে।
জীবন মায়ের যায়রে চলে
তবুও বেঁচে থাকে
শত কষ্ট সয়ে আমায়
হেফাজতে রাখে।
রক্ত মাংস খেয়ে যখন
জন্ম নিলাম ভবে
মা’য়ের তখন হুশ ছিলোনা
হেসেছিলে সবে।
দু’চোখ খুলে ব্যাকুল মা’য়ে
কইরে আমার মানিক
বুকের মাঝে আগরে রাখি
দাওনা একটুখানিক।
আমার মুখটি দেখে তখন
সুখ আসে মা’র মনে
কষ্ট গুলো ভুলে আমায়
রাখে সে যতনে।
অসয্য যন্ত্রনা মা’য়ের
তবুওতো হাসে
আর কি আছে এমন কেহ্
আমায় ভালোবাসে।