সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:১১ অপরাহ্ন

আয়নার বর্ণমালা-অরণ্যা সরকার

আয়নার বর্ণমালা-অরণ্যা সরকার

আয়নার বর্ণমালা
অরণ্যা সরকার

অন্ধকারের দুহাতে আলো আর পাপ।
পাপকে উৎপাটন দিয়ে জিভ রাখি আলোর স্যুপে।
‘সঘন গহন’ স্বপ্নদান নির্ভাঁজ স্পর্ধায় ভরে ওঠে।
ওগো নুন লঙ্কায় মাখা গান দাও,
এবার প্রস্তুতির আগে কিছু সারসত্য দাও,
সিদ্ধান্ত আঁকা হবে সূর্যমুখী স্নানে।
এমন পিছুডাকও এড়ানো সহজ নয় ।
চিন্তাসূত্র দুলে ওঠে,
ঝমঝম বাজে বাগান জঠর।
‘কাননে কুসুমকলি আপনি’ ফোটে না
ফলনের প্রকল্পে কত উন্নত বীজ,
শুধু বপন শেখা হয়নি আমার…

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge