আমি নারী
ফারহানা ইয়াসমিন
আমি নারী
আমি ভালোবাসার এক অনন্ত গভীর সমুদ্র
আমি ভালবাসার নিঃস্বার্থ কাব্য,
আমি জন্ম দিয়েছি কত গড়িয়ান মহিয়ান।
আমিই করেছি এ পৃথিবীতে মমত্ববোধের সৃষ্টি
চারদিকে পৃথ্বীরাজে আমার জয় জয়কার
আমি বিনে সৃষ্টি হয় নাই পৃথিবীর কোন অংশ তার
আমি কখনো অগ্নিকন্যা, কখনো দেশনেত্রী কখনো দূর্গা নাশিনী কখনো আমি চপল চঞ্চলা হরিণী।
কখনো আমি স্নিগ্ধ মায়াবতী কখনো ভালবাসার অরুন্ধতী।
আমি বারে বারে হয়েছি রূপান্তর।
আমার মাঝে নেই কোন পরাজয়ের গ্লানি আমি হেসেছি অট্টহাসি যখন হেনেছে আঘাত হায়েনার দল। আমি নারী তাই বারে বারে নিজেকে করেছি সচল।
আমি নারী তাই জাগিয়েছি অন্যের মাঝে কত হাজারও প্রাণ।
আমি যুগে যুগে অনির্বাণ শিখার মত জলেছি পুরুষ তোমারি মাঝে করেছি রুপন ভালবাসা ভেঙেছি তোমার কত অহংকার করেছি তা আবার খর্ব।
এ বিশ্ব ধরণীর বুকে নারীর মাতৃত্বে বিধাতা এঁকে দিয়েছে তার পদতলে জান্নাত।
নারীকে আর কে দেবে সম্মান। সম্মানে শ্রেষ্ঠ ভূষিত নারীই শুধুই নারী। কিছু নরপশু নারীকে দিতে পারেনি সম্মান এ গ্লানি শুধুই তার। যুগে যুগে নারীরা দিয়েছে ছাড়।
নারী তার নিজস্ব গুনে হয়েছে বার বার মহিয়ান।…… ভূলোক দ্যুলোক ভেদিয়া নারীর পদতলে এঁকে দেয় জয়ের চিহ্ন। পুরুষ যখন হয় জ্ঞানশূন্য। নারী নেই কোন পরাজয়। নারী তার নিজস্ব শক্তিতেই বলিয়ান মহিয়ান গর্বে গর্বিয়ান।