আমি এখন নেতা
কমল কান্ত রায়
আমি এখন মন্ত বড় নেতা, মন্ত বড় হাত
স্বার্থের কারণে রাতকে করি দিন দিনকে করি রাত।
এমন কোন কাজ নেই, হয় আমায় বিনে
টেন্ডার, জুয়া, চাঁদাবাজি আছি সব খানে।
আমি এখন মন্ত নেতা দেশ জুড়ে মোর নাম
খুন হত্যা রাহাজানি এসব আমার কাম।
টাকা হলে সবেই পারি করতে দখল বাজি
ক্ষমতা আমায় করেছে মহান সবার সেরা কাজি।
কোটি কোটি টাকা চাই চাই গহনাকাঠি
ইশারায় করি কাজ, নড়াই কলকাঠি।
টাকার জোরে সব বাঁধা হয়ে যায় দুর
টাকার গন্ধ মিষ্টি কত, লাগে সুমধুর!
আমি এখন মন্ত নেতা, মন্ত দালান বাড়ি
সামনে পিছনে বডিগার্ড পাহাড়া আমারই
আছে কত রং-বেরংয়ের, কত ডিজাইনের গাড়ী
রাতের জলসায় পাশে মোর, কত শত নারী।