পাতাপ্রকাশ প্রতিবেদক >>
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহগির আলমাহি সাদ এরশাদ এমপি বলেছেন, আমার বাবা যেভাবে মানুষের পাশে থেকে পল্লীবন্ধু হয়েছেন, আমিও বাবার মতো মানুষের পাশে থাকতে চাই ।
সিটি প্রেসক্লাব রংপুর এর নির্মাণাধীন স্থায়ী কার্যালয় পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
রংপুর সদর আসনের এমপি আরো বলেন, যতদিন আমরা তরুণ আছি ততদিন দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। তরুণ প্রজন্মই দেশ গঠনে বেশি ভুমিকা রাখতে পারে। এ জন্য তরুণদের দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।
সিটি প্রেসক্লাব রংপুর এর সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবলু নাগ, সিটি প্রেসক্লাব রংপুর এর সিনিয়র সহসভাপতি জুয়েল আহমেদ, সহসভাপতি এস এম খলিল বাবু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাকির আহমদ, এ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
সিটি প্রেসক্লাব কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন এর সঞ্চালনায় মতবিনিময় সভা শেষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, ক্বারী আতাউল হক।