আমার বসন্ত
দিব্যেন্দু নাথ
এক
তোমার বসন্তের আগুন ডালে ডালে।
তুমি কোকিলটাকেও
জ্বালিয়েপুড়িয়ে কালো করেছ।
মাত্র দুটি শব্দই তো
বেঁচে আছে গলায়!
দোয়াই আর পুড়িও না।
দুই
আজ তোমার ঝলমল জোছনা।
মনে হচ্ছে
গায়ে ফোঁসকা পড়বে
পড়বে কি! পড়েই গেছে!!
তপ্ত-ব্যথায় হৃদয় কাঁপছে,
চোখ ঝলসে, জল ফেলছে।
ফেলুক-না,
দেখি!
পৃথিবীর মাটি ভিজে কি না!