আমার দেশ
আবুল খায়ের
আমার দেশের আলো বাতাস
সৃষ্টিকর্তার দান
বিশ্বে কোথাও নেই এমন
জুড়ায় দেহ প্রাণ।
লোভ হিংসা ভুলে গিয়ে
আমার দেশের মানুষ
নানান জাতি গোষ্ঠিরা সব
উড়ায় শান্তির ফানুস।
আমার দেশের বৃষ্টি বাদল
আমার দেশের কৃষি
ফুল ফসলে ভরে তুলতে
কৃষকরা সব ঋষি।
ব্যস্ত থেকো গড়তে সবাই
সোনার এদেশ ভাই
শ্রমিক মজুর জেলে তাঁতী
কোনো ভেদাভেদ নাই।
ফকির মজনু লালন বাউল
সুখে গান গায়
দেশ মাতার হৃদয়খানি
দোলা দিয়ে যায়।