সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:২৬ অপরাহ্ন

আমার ছেলেবেলা-বিশ্বজিৎ কর

আমার ছেলেবেলা-বিশ্বজিৎ কর

আমার ছেলেবেলা
বিশ্বজিৎ কর

আমার ছেলেবেলা উঁকি দেয় –
বর্তমানের ডামাডোলে,
আমার ছেলেবেলা স্বপ্ন দেখায়-
জীবনযুদ্ধের আড়ালে!
আমার ছেলেবেলা বাবা-মা’র স্মৃতি –
মানসপটে করে অঙ্কন,
আমার ছেলেবেলা স্পন্দিত করে –
বর্ণময় ছাত্রজীবন!
আমার ছেলেবেলা ভোরের আলোয় –
জাগায় এক শিহরণ,
আমার ছেলেবেলা তুলে ধরে –
জীবন গড়ার আলাপন!
আমার ছেলেবেলা আগামী দিনের –
জীবনমঞ্চের প্রদর্শন,
আমার ছেলেবেলা ভুলে না -যাওয়া,
সহমর্মিতার নিদর্শন!

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge