আমাদের আব্বা
এস এম সাথী বেগম
আমাদের আব্বা পানি উন্নয়ন বোর্ডে চাকুরি করতেন। আব্বা নাটক করতেন। উঁচু স্তরের উপস্থাপক ছিলেন। ফুটবলার ছিলেন। এছাড়া ভালো সাইকেল চালাতেন এবং সাইকেল খেলা প্রতিযোগীতায় প্রথম হতেন।
আব্বা পরিশ্রমী ছিলেন চাকুরির পাশাপাশি পানি উন্নয়ন গেটে আমাদের একটি দোকান ছিলো সেটি করতেন এবং বাসায় অর্থাৎ কোয়াটারে থাকতাম সেখানেই বিদেশী গরু পালন করতেন।
আব্বা একটু রাগী হলেও খুব সুন্দর করে হাসতেন এবং স্পষ্ট কথা বলতেন।
উঁদার ছিলেন বাসায় যতোজন গৃহকর্মি ছিলো সবাইকে নিজ খরচে বিয়ে দিয়েছেন এবং সবার আব্বা তিঁনি। সেই বোনরা এখনও আসে আবাবার জন্য দোয়া,মিলাদ পড়েন।
আব্বা ফ্যাশন সচেতন মানুষ ছিলেন। স্যানগ্লাস আর ঘড়ি তাঁর প্রিয় ছিলো। হয়তো সে কারণে
আমিও ঘড়ি আর সানগ্লাসের প্রতি দূর্বল।
আব্বা ভোজনবিলাসী ছিলেন। যদি রাত একটার সময় মনে হতো এখন খিঁচুরি বা ইলিশ পোলাও খাবেন তাহলে তখনি রান্না করতেন আম্মা আমরা অতরাতে ঘুম থেকে উঠে খেতাম যেনো বাসায় পিকনিক হচ্ছে। আব্বার প্রিয় খাবার ছিলো দেশী ছোট মাছ আর গরুর গোস্ত।
শীতে রাস্তা থেকে মানুষ ডেকে এনে তার ভালো ভালো গরম কাপড় দিয়ে দিতেন।
আব্বাকে নিয়ে লেখার শেষ হবে না-
আমাদের আব্বা অসীম।