বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:০৯ পূর্বাহ্ন

আবেগের শক্তি-আদিব রহমান

আবেগের শক্তি-আদিব রহমান

আবেগের শক্তি
আদিব রহমান

কিছু কথা না বললেই নয়; জীবনে সফল হওয়ার জন্য কিছু গল্পই যথেষ্ট। কোনো এক সময়ে, এক ফুটবল ক্লাবে একজন খেলোয়াড় ছিল যে শুধু নামেই ফুটবলার ছিল অর্থাৎ সে যখন ফুটবল খেলত তখন তার পায়ে বেশিরভাগ সময়ই বল থাকতো না। তো তার কোচ একদিন তাকে বললো,” শোনো, তোমাকে দিয়ে ফুটবল খেলা হবে না। শুধুই সময় নষ্ট। তোমাকে নিয়ে খেলা মানেই দশজন নিয়ে খেলা। সুতরাং তুমি চলে যাও। “তো সেই ছেলেটি বলল, আমাকে আপনি অনেক সুযোগ দিয়েছেন। আর একটা সুযোগ দেন
আমি কিছু করতে না পারলে, আমি নিজেই এখান থেকে চলে যাব। তার কোচ তাকে শেষবারের মতো সুযোগ দিল। সেই ম্যাচটা তার দল 3-1 গোলে জিতেছিল। যার মধ্যে দুইটা গোলই ওই ছেলেটার। এই ঘটনার পর তার কোচ তো অবাক! তাকে ডাকা হল। কোচ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি করে এ কাজটি করলে? আমার মনে হয় তোমার মধ্যে থাকা কোন এক শক্তির গুণে এ কাজটি করা সম্ভব হয়েছে! আমার সাথে শেয়ার কর। ছেলেটি বলল, আমার বাবা অন্ধ ছিলেন। তিনি দেখতে পেতেন না, তাই আমি যখন খেলা শেষ করে বাড়ি ফিরতাম তখন আমি তাকে মিথ্যা কথা বলতাম। আমি অনেক গোল দিয়েছি, এতে বাবা খুবই খুশি হতেন। গতকাল বাবা মারা গেছেন। আজ তো তিনি আর নেই। তিনিতো চলে গেছেন ঐ দূরের আকাশে। এখন তিনি সবই দেখছেন। আজ আমি তাকে ফাঁকি দেই কীভাবে? আর এটাই আমার শক্তি!

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge