১. কৃষ্ণচূঁড়ার ফুল ফুটেছে
মন খারাপের পরে সেদিন
বিকেল বেলার রোদ্দুরে,
তোমায় নিয়ে ঘুরতে গেলাম
পিচঢালা ঐ পথ ধরে।মিষ্টি আলোর ঝিলিক রোদে
চোখ কাঁড়িলো লালের রুপ,
হালকা সবুজ পাতার ফাঁকে
রং ছড়িয়ে আছে চুপ।সন্ধ্যে তখন আলোর ছ’টা
লাল আবীরে আকাশ জটা,
কে রাঙালো এমন ধরা!
ফুল ফুটিছে কৃষ্ণচূঁড়া!মন খারাপের পরে সেদিন
তোমায় নিয়ে গেলাম যেদিন,
লাল আভা আর কৃষ্ণচূঁড়ায়
মন রাঙালো-সুখেই জুড়ায়।২. দুঃস্বপ্ন
দূর
বহু দূর
নীল সমুদ্দুর,
নিও
পৌঁছে দিও
বৃষ্টির রোদ্দুর।আমায়
দিও থামায়
পথ বাকি,
আজ
এঁকেছো তাজ
প্রতীক্ষায় থাকি।।হাতে
রোজ প্রাতে
একটি গোলাপ,
ঘুম
কেটে ধুম
দুঃস্বপ্ন প্রলাপ।৩. বছর ষোল পর
তোমার সাথে হবে দেখা
বছর ষোল আগে লেখা
শারদ উপন্যাসে,
তিস্তা পাড়ে পলির চরে
বর্ষা ধারায় সময় ধরে
কাশের সুবিন্যাসে।মিষ্টি রোদে তুলোর আকাশ
কাশবনে নাচ – দোলায় বাতাস,
নীলের জমিন সাদা পা’ড়ে
দেখা হলে বলবো তারে-” যাও যদি আজ আবার এসো
শারদ আলোয় ভালোবেসো “।