সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন

আনোয়ারা সৈয়দ হক এর কবিতা

আনোয়ারা সৈয়দ হক এর কবিতা

‘ফুলের গন্ধের মতো থেকে যাবো তোমার রুমালে’
আনোয়ারা সৈয়দ হক

‘ফুলের গন্ধের মতো থেকে যাবো তোমার রুমালে’
এই কথা বলে তুমি নিয়েছো বিদায়।

ফুলের গন্ধের মতো থেকে যেতে চাও তুমি আমার রুমালে,
হায়, আমার রুমালে কোনো ফুল নেই,
গন্ধ বা কোথায়
হিজিবিজি সেলাইয়ের ফোঁড় শুধু এখানে ওখানে
কাটাছেঁড়া প্রচুর রয়েছে রক্তপাত কখনোবা
বিবিক্ত জীবন শুধু বহমান আজ
‘তরঙ্গের অস্থির নৌকায়’
অসংখ্য ছিদ্রের জোড়াতালি জীবনের পাটাতনে
ক্ষত দুঃখ জরা দীর্ঘশ^াসে ভরা এক
সময়ের ছবি
সংগ্রাম সংগ্রাম শুধু, এভাবে জীবন।

সেখানে সহসা তুমি, অকস্ম্যাৎ এই তুমি, প্রেমিকের দু’হাত বাড়িয়ে
ফুলের গন্ধের মতো থেকে যেতে চাও শুধু আমার রুমালে
এ গন্ধ কোথায় পাবো, ফুল বা কোথায়
রিক্ত হাহাকার বাতাসের তোড়ে আজ
ছিন্ন ভিন্ন ওড়ে
কামনার রন্ধ্রে রন্ধ্রে লেপা কাদামাটি
নিশ্বাসে নিশ্বাসে পচা ঘ্রাণ ভেসে আসে
ক্লান্তি ও বেদনা সকলি অশ্রুর কাছে
নিয়েছে বিদায়
সুড়ঙ্গের অতল গভীরে আজ ক্রন্দনের ধ্বনি
আশি^নের মেঘে নামে কালিমার ঢেউ
এ ক্রন্দন শুনবে না কেউ
অপ্রতুল সময়ের টানে সকলি হারায়।

তবুও তোমার এই বাসনার তীরে
হতভম্ব আমি এক পড়েছি দাঁড়িয়ে
জীবন দিয়েছে ডাক দু’হাত বাড়িয়ে
পৃথিবীর বেঁচে থাকা অপরূপ ছবি।

আমার রুমালে আজ অনন্ত দুপুর
নীল প্রজাপতি ফিঙে আর ফড়িংয়ের ওড়াউড়ি
নুপুরের ছন্দে নাচে ভালোবাসা- পরি
সোনা রঙে ছেয়ে গেছে জীবনের ক্লেদাক্ত চাতাল।

মানবের অস্তিত্বের রহস্যে মাতাল
এ সুগন্ধি প্রেমের রুমাল
তুলে রাখি অনন্তের কালের কপোলে ।
কাল নিরবধি বয়ে যাবে
প্রেমিকের প্রেমিকতা লয়ে॥

২১/৬/১৭

সৈয়দ শামসুল হক এর ‘ফুলের গন্ধের মতো থেকে যাবো’ কবিতাটির উত্তরে…

২. অবিশ্রান্ত কান্নার কটাহে

অবিশ্রান্ত কান্নার কটাহে আমি তোলপাড় তোলপাড়
মার্তণ্ড বাতাসে আমি ধূলিকণা হয়ে উড়ি
সোনার ব্রাকেটে ঝুলে আছে তার শার্ট
শরৎ শিশির তার ভিজিয়েছে বুক
আমি মরুঝড়ে বালুকণা হয়ে উড়ি
মানুষের হারানোর বেদনায় আমি অন্তহীন শোক হয়ে উড়ি।।

৩. এতিমের কাঁথাটি জড়িয়ে

যতদূর যেতে হয় চলে গেছ আমাকে ডিঙিয়ে
অভিশাপে জর্জরিত একাকী বেহুলা আমি
দাঁড়ায়ে রয়েছি একা
সমুখে কুল নাই কিনারাও চোখে পড়ে না।
হতভম্ব সময়ের সুতো ধরে চলি, ক্রমাগত চলি
আদিগন্ত ধূলিঝড় উড়িয়ে নিয়েছে এই মাথার মুকুট
খুলে নিয়ে গেছে সব আভারণ শরীরের
নগ্ন বাতাসের ঘায়ে আমি সারমেয় এক
দাঁড়ায়ে রয়েছি সময়ের সুতো ধরে
এতিমের কাঁথাটি আকুল জড়িয়ে।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge