বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৫২ পূর্বাহ্ন

আদিল ফকির এর ২টি কবিতা

আদিল ফকির এর ২টি কবিতা

আদিল ফকির এর ২টি কবিতা

১. একটা প্রেম
আমার একটা প্রেম আছে
দূর থেকে যে – আসে কাছে।
সেই প্রেম যে- যায় না দেখা
প্রেম’ ছিলো বাড়ি একা।
মন-পাড়াতে খোলা মাঠে
সেই প্রেমটা ছুটে আসে ।
আজও প্রেমটা আসে-যায়
প্রেমটার সাথে কথা হয়।
প্রেমটার একটা চোখ ছিলো
কাজল রেখায় দেখতে ছিলো।
শার্শিটা যে খোলা ছিলো
পর্দাটা উঠানো ছিলো।
একটা বিকাল ঘুমে ছিলো
প্রেমটা যে বসেছিলো।
সেই প্রেমটার নাম ছিলো –
নামটা ছিলো এলোমেলো।

২. অযত্ন ভালোবাসা
ঝিঙেটা নুয়ে,
হলদে ফুলটা শুয়ে,
সবুজ পাতায় কাদামাখা-
চেয়ে থাকা পিপীলিকা,
তোমার অযত্নে,
বেঁচে থাকা অচেনা-
আমি ঝিঙে লতা।
কার সাথে বলি কথা-
আমি এক ভালোবাসা ।
সব ঝিঙেফুল-
গগন সমান ভুল,
ভেসে থাকা মেঘমালা-
অযত্ন এক ভালোবাসা।
বসে থাকা কুকুরটা-
বিয়ে বাড়ির হাড়টা-
আজও হয়নি চোষা,
চেয়ে আছে দুই চোখ-
মুখে শুধু লালা।
তোমার অযত্নে –
তবুও ফুটে ওঠে-
প্রকৃতির এক ভালোবাসা।
প্রজাপতির পাখা মেলা,
কাঠঠোকরার কাঠ কাটা-
ঠক্ ঠক্ শব্দে-
চেয়ে আছে অযত্ন,
ছোট্ট একটা ভালোবাসা।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge