আত্নকথা
রাফিয়া ইসলাম রিয়া
পাখি উড়ে যাবে বলে খাঁচা কিনিনি,
সব-ই ভেঙ্গে যাবে বলে গড়া শিখিনি।
যে যাবার সে যাবে,তাই পিছু ডাকিনি-
মুছে যাবে মায়া তাই বেঁধে রাখিনি।
পেরিয়েছি পথ কত-মাপিনি দেখে,
কারও স্বপন যে কখনও আঁকিনি চোখে!
চোখ রেখে কারো চোখের জলে ভাসিনি-
মুছে যাবে মায়া তাই বেঁধে রাখিনি।
হারিয়েছি কবে- কাকে কোন পথের বাঁকে,
খুঁজিওনি,বুঝিওনি-ফেরা বলে কাকে!
কারও পথ চেয়ে সারারাত জাগিনি,
মুছে যাবে সে মায়া তাই বেঁধে রাখিনি!