সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:০০ অপরাহ্ন

আতাউর রহমান এর ছড়া ব্যাংকারদের দুঃখ

আতাউর রহমান এর ছড়া ব্যাংকারদের দুঃখ

আতাউর রহমান এর ছড়া ব্যাংকারদের দুঃখ

ব্যাংকারের দুঃখে কাঁদছে আকাশ
নামবে ভীষণ বৃষ্টি
আকাশ সাজছে কালো মেঘে
যায় না চেনা দৃষ্টি।

মাথার চুলে টাক পড়েছে
পোষাকে ফুলবাবু
বাঁচার ছাতা ফুটো হয়েছে
ক্ষান্ত হয়নি তবু।

সকাল হলে অফিসে চলা
নানা রকম কাজ
বসের ঝারি কাজের তাপে
থাকে না মনে লাজ।

দেখভাল করে পরের টাকা
ধূপের মতই পুড়ে
আপন ঘরের কষ্ট আজও
স্বপ্নে নাহি উড়ে।

বাবা,মায়ের ঔষধ আর
ঋণের কিস্তি দিতে
বউ বাচ্চার সাধ হয়নি পূরণ
সুখ পারেনি নিতে।

ব্যাংক,কাস্টমার, দেশের তরে
দিচ্ছে সেবা ভরে
ঝড়বৃষ্টি আর হাজারো বাধায়
মৃত্যুকে নাহি ডরে।

কাজের চাপে ভুলে গেছে
পরিবার কেমন আছে
দিনের রবি চেনে না তারে
রাএি যখন আসে।

ক্রেডিট কার্ডে সংসার চালায়
ব্যাংকাররা ভীষণ সুখী
বুঝতে চায় না সমাজের কেউ
ব্যাংকাররা কত দুঃখী।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge