সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ অপরাহ্ন

আতাউর রহমান এর কবিতা পাখিদের জীবন

আতাউর রহমান এর কবিতা পাখিদের জীবন

আতাউর রহমান এর কবিতা পাখিদের জীবন

সূর্যটা লাল ডুবু ডুবু
আকাশে বৃষ্টি ঝরে-
অন্ধকার আসছ নেমে
ছুটছে পাখি ঘরে।
থাকবে কোথায় পাখিরা?
বাসা গেছে যে ভিজে,
ঝড়ে ভিজে ছানারা শুধু
মাকে বেড়ায় খোঁজে।
আটকা পড়েছে মা পাখিটা
বিশাল গাছের ডালে
ঝড়ের সাথে করছে যুদ্ধ
ডানা উড়ার তালে।
অনেকখানি যুদ্ধের শেষে
নীড়ে উড়াল দি’ল
মনের মাঝে ছানাদের মুখ
ভয়টা কেড়ে নি’ল।
নীড়ে এসে পাখার ভিতরে
ছানাদের দিয়ে ঠাঁই,
ঝড়ে ভিজে কাঁদছে মা পাখি
পেটে আহার নাই।
ঝড়ের সাথে লড়াই করে
কাটে পাখিদের জীবন
ক্ষান্ত কভু হয় না পাখিরা
ঘনিয়ে এলে-ও মরন।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge