পাতাপ্রকাশ প্রতিবেদক >>
বিশিষ্ট আবৃত্তিকার, আবৃত্তি প্রশিক্ষক ও আবৃত্তি সংগঠক রেজিনা সাফরীন এর জন্মদিন আজ। জন্ম ৫ অক্টোবর। দাদার নিবাস পাবনা জেলায়। পিতার নিবাস ৬ নম্বর সেকশান মীরপুর, ঢাকা। পিতা মরহুম খন্দকার আব্দুর রহিম, বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের এসপি ছিলেন। মা সুফিয়া রহিম গৃহিনী। রেজিনা সাফরীন চার বোনের মধ্যে সবার বড়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস সম্মানসহ মাস্টার্স এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে বিএড সম্পন্ন করেন। তার স্বামী ডা. মো. ইসপাহাক এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিসিপি। স্বামীর চাকুরীর কারণে তিনি প্রায় দশ বছর ইরানে বসবাস করেন। এছাড়া তিনি ইডেন কলেজে উচ্চ মাধ্যমিক অধ্যায়নকালে গার্লস গাইড রেঞ্জার হিসেবে সরকারি সফরে পাকিস্তান ভ্রমণ করেন।
তিনি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন’ অনুষ্ঠানের প্রখ্যাত উপস্থাপক মরহুম ফজলে লোহানী এবং ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্তরালে’ এর প্রখ্যাত উপস্থাপক মরহুম আনিসুল হকের সহকারী হিসেবে কাজ করেন এবং আধুনিক গানের অনুষ্ঠান ‘সুরসাগর’ এর উপস্থাপক ছিলেন। তিনি ১৯৯৪ সাল হতে বাংলাদেশ শিশু একাডেমি রংপুর জেলার আবৃত্তি প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশ বেতার, রংপুর এর একজন সংবাদপাঠক, আবৃত্তিশিল্পী এবং উপস্থাপক হিসেবে সুনামের সাথে কাজ করছেন। তিনি মর্নিং গ্লোরী চিলড্রেন্স স্কুল, রংপুর এর অধ্যক্ষ এবং কণ্ঠ অনুশীলন আবৃত্তি চর্চাকেন্দ্রের প্রতিষ্ঠিতা সভাপতি হিসেবেও দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করছেন।
রেজিনা সাফরীন পারিবারিক জীবনে এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী। কন্যা ডা. সুমায়রা সাফরীন রিও মুগদা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং পুত্র মেজর তাওহীদ ইব্রাহীম বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।
রেজিনা সাফরীন সম্পাদিত বইসমুহ-সবার জন্য আবৃত্তির কবিতা, আবৃত্তির ব্যাকরণ ও কবিতা এবং বাংলা উচ্চারণ ও আবৃত্তির কবিতা।