পাতা প্রকাশ প্রতিবেদক >>
আজ কবি, লেখক ও চিকিৎসক ফেরদৌস রহমান পলাশ এর জন্মদিন। জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা। ডা. মো. ফেরদৌস রহমান, পিতা মো. আব্দুর রহমান, মাতা-মিসেস লীনা বিশ্বাস। রংপুরে জন্মগ্রহন করেন। পড়শুনা শুরু রংপুর জেলার বদরগঞ্জ মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ে, এরপর ১৯৯১ সালে বদরগঞ্জ বহুমুখি উচ্চবিদ্যালয় থেকে এস,এস,সি ও ১৯৯৩ সালে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এইচ,এস,সি পাশ করেন। রংপুর মেডিকেল কলেজ থেকে ২০০২ সালে এম,বি,বি,এস পাশ করেন। ইন্সটিউট অব চাইল্ড হেলথ, ঢাকা (শিশু হাসপাতাল) থেকে ২০০৮ সালে ডি.সি.এইচ ডিগ্রী লাভ করেন। ছোটবেলা থেকে সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। বিভিন্ন পত্রিকায় স্বাস্থ্য বিষয়ক লেখা লিখছেন নিয়মিত। বিভিন্ন মেডিকেল জার্নালেও লিখে চলেছেন তিনি। এছাড়া দেশে বিভিন্ন সেমিনারে তাঁর অনেক উপস্থাপনাও আছে। বাংলাদেশ শিশু চিকিৎসা সমিতি ও প্রাইম মেডিকের কলেজ টিচার্স এসোসিয়েশনের আজীবন সদস্য। ভালোবাসেন প্রকৃতি ও মানুষ। আজীবন শিশুদের সেবা করতে চান। তিনি প্রাইম মেডিকের কলেজ এ সহযোগী অধ্যাপক, বিভাগীয় লেখক পরিষদের সাংগঠনিক সম্পাদক, অনলাইন সাহিত্য পোর্টাল মুগ্ধতা ডট কম এর উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রকাশিত বই হচ্ছে- নির্জন স্বাক্ষর (উপন্যাস) নবজাতক ও শিশুর যত্ন (গবেষণা), তুমি অন্যকারো ছাতিম ফুল (কবিতা) এবং Ward Management of common paediatric problem(গবেষণা).