আজব বাঙ্গালি
রিহাদুজ্জামান রনি
ঐ দেখা যায় আর্মিও গাড়ি,
ঐ আমাদের বাজার।
কেমন করে যাব আমি,
বেরিকেড আছে হাজার।
আমরা হলাম বাঙ্গালি
করোনার থেকেও শক্তিশালী,
থাকিনা যে ঘরে,
আমরা অনেক কৌতুহলী।
পেরিয়ে আমরা বেরিকেড
দেখতে এলাম আর্মি
বাঁশি আর সাইরেন শুনে
দেই দৌড়ানি।