আকাশ ও তারা
অনিকেত মহাপাত্র
তারার নাম দিলাম তোমার নামে
নিঝুম আকাশে তুমি ভরা থেকো
ভাস্বর, অলকক্তিকায় বিছানো আকাশেও
যে আকাশ ভালোবাসতে
যার টানে মেজাজের হেরফের
প্রাকৃত সৃষ্টির ছেলেভুলোনো গান
সন্ধির আকুতি ঝেঁপে এসে নামে
সাগ্রহ ভীমরতি নাম দিতে পারো
আকাশে আমার সার্বভৌম
নির্ভার অধিকার
আমরণ আদরের প্রতি স্পর্শে মরতে মরতে
শিহরণ তোমার জেগেছিল
পরকীয়ার মতো
তুমি আকাশ
কার দেহে লীন হলাম, কেবা আমায়
কোন স্পর্শ শঠতার জন্ম দিত
মুক্তি ওই কার্পণ্যের মূঢ় কপর্দকে
ক্ষীণ তবু আবেগের ভাষা
রবাহূত আবিল পরিক্রমা
যুক্তি মুক্তি সবই গুলোয়
আকাশ আমার
জবান কার হলো
কথাগুলোই বেঁচে থাকে
নির্বাক তুড়ি মেরে !