আকাশ আহমেদ এর কবিতা কুহেলিকা নিহিত পদ্ম
জীবন খাতার শেষ পাতায়
তোমায় নিয়ে গল্প সাজায়,
আমার ব্যাকুল অন্ধ হৃদয়।
প্রেমের মানে, মন কি জানে?
তোমার ঘ্রান আমায় যে টানে,
সুখ লুকানো তোমার পানে।
আঁধার নামে সন্ধ্যা নীলিমায়,
রাত্র জুড়ে জোৎস্না হারায়,
শূন্য খাম পত্রের অপেক্ষায়!
নিদ্রাহীন নয়ন নিবাস!
অর্থহীন আমার বসবাস,
ভালোবেসে হলো সর্বনাশ!
কুহেলিকায় আচ্ছন্ন হৃদয়,
শিশির ভেজা পদ্ম পাতায়,
দেখি তোমায় শত বাহানায়।
হৃদয়ের দ্বার খোলা প্রিয়ো
অনুরোধে একটু সাড়া দিও,
মায়াবতী মনটা বুঝিয়ো!
নরক বন্দি তোমার অভাবে!
মন তবু স্বর্গ নিয়ে ভাবে,
আমার সাথে ওগো স্বর্গে যাবে!