আঁতুড় প্রেম
মিনতি সরকারনিষেধের কাঁটাতার টপকাতে পারিনি বলেই
হয়তো – বয়স উৎসবে পারিনি মাততে…
শুধু স্পর্শকাতর রজনীতে কাল্পনিক রজনীগন্ধার গন্দ লুকিয়েছি অনবরত…
যেহেতু সুগন্ধী অমৃতের বীজবপনের নেশায় বিভোর …
আজ সুপ্ত বাসনারা আর স্বপ্ন দেখেনা ছিটেফোঁটাও অবহেলিত …
সেই নেশাতুর চোখ মন্ত্রমুগ্ধের মত করেছ দংশন …
প্রতিটি ছোবলে পেয়েছি সুখের অঙ্কুর অবশিষ্টটুকু সোঁপেছি গাঢ়নীলে …
ক্ষণিকের আয়ু নিয়ে সহস্রবার নিহত
হয় গোপন প্রেম আঁতুড়ঘরে ।