সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:১৪ অপরাহ্ন

অভিমান-ইভা ইয়াসমীন

অভিমান-ইভা ইয়াসমীন

অভিমান
ইভা ইয়াসমীন

মনের ঘরে বেশ কিছু অভিমান জমা পড়ে আছে।কে যেনো সেই ঘরে সিলভার কালারের বিশাল একটা তালাও লাগিয়ে দিয়েছে।তালার চাবিটা অনেক খুঁজলাম কিন্তুু পেলাম না।আচ্ছা আমিতো ইচ্ছে করলেই তালাটা ভাংগে পারি তবে কেনো ভাংগার কোনো চেষ্টা করছিনা।তবে কি আমার অবচেতন মন কারো অপেক্ষায় আছে? সে আসবে,এসে সেই জমানো অভিমান ঝেড়ে ফেলে আমায় খুশিতে ভরিয়ে দিবে।আমি জানি আজ বা কাল যে কোনদিন সে আসবে, আসবেই।আমি অনন্তকাল তার অপেক্ষায় থাকবো।চেয়ে থাকবো পথপানে।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge