সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন

অন্ধকার জীবন-রাশমিন জামান তানিক্স

অন্ধকার জীবন-রাশমিন জামান তানিক্স

অন্ধকার জীবন
রাশমিন জামান তানিক্স

শশাঙ্কটি ঢেকে গেল যে
নীরদের পাশ দিয়ে,
অবাক লোচনে তাকিয়ে রইলাম
অন্তরীক্ষের দিকে।

তমসা অবনী
বহেনা তটিনী,
গাহেনা পাখি যে গান।
জীবনে এখন সুখ নাই
দূঃখের কোনো শেষ নাই
এখন খোদারনাম!

যখন ছিলা বড়ই সুখে
স্রষ্টার নাম লওনি মুখে
এখন তোমরা আপনহারা,
নেই তো কেউ স্রষ্টা ছাড়া।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge