অঙ্গিকার
আতাউর রহমান
ব্যাংকার যদি ঘুমিয়ে থাকে
ক্যামনে দেশ চলবে?
ব্যাংকারদের চলার পথ
পুলিশ কেন রুখবে?
করোনার ভয়ে ব্যাংকারগন
থাকেনি ঘরে বন্দি,
কাপুরষ আর অন্যায়ের সাথে
করেনি ওরা সন্ধি।
সুস্থ, নিরাপদে থাকুক সবাই
মুছে যাক অন্ধকার
করোনামুক্ত করবো দেশ
এটাই হোক অঙ্গিকার।
মোদের দেশে রহমত ক’রো
ওগো খোদা দয়াময়!
তোমার রহমত ছাড়া মাবুদ
আমরা সবাই নিরুপায়!